thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০১৩ নভেম্বর ২৪ ০৮:৪২:১৪
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

দিরিপোর্ট প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালন এবং মসজিদে নববী জিয়ারত শেষে সৌদি আরবের মদিনা থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শনিবার রাত ১২টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সৌদি আরবে তিনদিনের সফর শেষে শনিবার সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধানগণ এবং পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তার বোন শেখ রেহানাসহ ৫৫ সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে মদীনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। শুক্রবার স্থানীয় সময় ভোর ৪টার দিকে তিনি জেদ্দা বিমানবন্দরে পৌঁছান।

(দিরিপোর্ট/ওএস/জেএম/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর