thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

স্পিলবার্গের ছবিতে জুহি

২০১৩ নভেম্বর ২৪ ১০:৩৭:১৫
স্পিলবার্গের ছবিতে জুহি

দিরপোর্ট ডেস্ক : স্টিভেন স্পিলবার্গের ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’ ছবিতে অভিনয় করবেন জুহি চাওলা। ছবিতে জুহির সঙ্গে দেখা যাবে ওম পুরি ও হলিউডের অভিনেত্রী হেলেন মিরেনকে। একজন ভারতীয় শেফের ফ্রান্স যাত্রার গল্প নিয়েই এ ছবি।

মার্কিন লেখক রিচার্ড সি মোরিসের উপন্যাস অবলম্বনে এই ছবি তৈরি করবেন স্টিভেন স্পিলবার্গ। তবে ছবিটি পরিচালনা করবেন না। তিনি থাকছেন প্রযোজকের দায়িত্বে। পরিচালনা করবেন লেসি হলস্ট্রম। ছবির শুটিং হবে ফ্রান্সে। জানুযারিতেই শুটিং শুরু হবে।

ভারত সফরের সময়ই কয়েকজন বলিউড অভিনেত্রীদের মধ্যে থেকে স্পিলবার্গ জুহিকে বেছে নেন বলে জানা গেছে।

(দিরিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর