thereport24.com
ঢাকা, শনিবার, ১০ মে 25, ২৭ বৈশাখ ১৪৩২,  ১২ জিলকদ  1446

সুপার নানি রেখা

২০১৩ নভেম্বর ২৪ ১১:৪৬:৩৮
সুপার নানি রেখা

দিরিপোর্ট ডেস্ক : ইন্দ্রকুমারের পরবর্তী ছবি ‘সুপার নানি’তে অভিনয় করবেন রেখা। এই ছবিতে শরমন জোশির নানির চরিত্রে অভিনয় করবেন তিনি।

এদিকে, সুপার নানি ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার জন্য অমিতাভ বচ্চনের ‘ওয়েলকাম ব্যাক’ ছবির কাজ ফিরিয়ে দিয়েছেন রেখা।

অমিতাভ-রেখা জুটি শেষ একসঙ্গে অভিনয় করেছিলেন সিলসিলা ছবিতে।

উল্লেখ্য, নিজের আগামি ছবি ‘ওয়েলকাম ব্যাকে’ অমিতাভ-রেখাকে নিতে চেয়েছিলেন পরিচালক আনিস বাজমি। অমিতাভ রাজি ছিলেন তবে প্রস্তাবে নাকচ করেছেন রেখা। অজুহাত, সুপার নানি ছবির জন্য শুটিংয়ের তারিখ দিয়ে ফেলেছেন তিনি।

(দিরিপোর্ট/ওএস/এমসি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর