thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিদ্ধিরগঞ্জে আগুনে ১০ স্থাপনা ভস্মীভূত

২০১৩ নভেম্বর ২৪ ১১:৫৫:৩৯
সিদ্ধিরগঞ্জে আগুনে ১০ স্থাপনা ভস্মীভূত

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় আগুন লেগে ৮ দোকানসহ ১০ স্থাপনা পুড়ে গেছে। ক্ষতি হয়েছে প্রায় ১৫ লাখ টাকার। শনিবার রাত ১১টায় আগুনের সূত্রপাত ঘটে।

আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চার্জের দোকান থেকে আগুন লাগতে পারে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি জানান, আগুন প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল। খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পাঁচটি ফার্নিচারের দোকান ও তিনটি ব্যাটারি চার্জের দোকান ও দুটি বস্তি ঘর পুড়ে যায়।

ডেমরা ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মিলন মিয়া জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্তের আগে ক্ষতির পরিমাণ বলতে রাজি হননি তিনি। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি হয়েছে।

(দিরিপোর্ট/এনএ/এফএস/এএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর