thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন, বোমাবাজি

২০১৩ নভেম্বর ২৪ ১২:৩৭:৪২
চট্টগ্রামে হরতালে গাড়িতে আগুন, বোমাবাজি

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামে জামায়াতের ডাকা রবিবার সকাল-সন্ধ্যা হরতালে ব্যাপক বোমাবাজি, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

হরতালকারীরা দুপুর ১২টায় ষোলশহর, জিওসি, ২নং গেট, অক্সিজেন এলাকায় ৮টি সিএনজি ও একটি টেম্পোতে আগুন দিয়েছে। সকাল সাড়ে ৮টার দিকে বালুছড়া এলাকায় বিজিবির গাড়িকে লক্ষ্য করে ৫টি ককটেল ছোড়ে শিবিরকর্মীরা। পরে বিজিবি অ্যাকশনে গেলে শিবিরকর্মীরা পালিয়ে যায়। হরতালের সমর্থনে সকাল থেকে মিছিল মিটিং করছে জামায়াত-শিবির।

অন্যদিকে শহরে দোকানপাট বন্ধ থাকলেও যানবাহন চলাচল করছে। হরতালের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে প্রাথমিক ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সীতাকুণ্ড জামায়াতের আমির আমিনুল ইসলাম ও মিরসরাইয়ে জামায়াতকর্মী হাফেজ জসিম উদ্দিন খুনের ঘটনার প্রতিবাদে ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার বাবুল আক্তার জানান, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

(দিরিপোর্ট/কেএইচসি/এএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর