thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খাগড়াছড়িতে ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

২০১৩ নভেম্বর ২৪ ১৩:৩৩:৩৯

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়ি জেলা সদরের খাগড়াপুর এলাকায় রবিবার সকালে ট্রাকচাপায় সঞ্জয় ত্রিপুরা (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তিনি খাগড়াপুরের মাধুং টিকলুপাড়ার নির্মল ত্রিপুরার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ১১টায় খাগড়াপুরের লারমা স্কোয়ার এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সঞ্জয়কে চাপা দেয়। এতে সঞ্জয় গুরুতর আহত হন। সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, ট্রাকটি পালিয়ে যায়। মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে।

(দিরিপোর্ট/এইচএমএফ/এএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর