thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘রাজনৈতিক সমস্যা সমাধানই বড় দায়িত্ব’

২০১৩ নভেম্বর ২৪ ১৫:৩৩:১৬
‘রাজনৈতিক সমস্যা সমাধানই বড় দায়িত্ব’

দিরিপোর্ট প্রতিবেদক : রাজনৈতিক সমস্যা সমাধানই বড় দায়িত্ব বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার। রবিবার সচিবালয়ে যোগদান উপলক্ষে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন ।

অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে রাজনৈতিক সংকট অনেক গভীর উল্লেখ করে নতুন এ মন্ত্রী বলেন, সংকট উত্তরণে সকলের সহযোগিতা ও পরামর্শ অপরিহার্য।

বিরোধী দলের নির্বাচনে আসার বিষয়ে জানতে চাইলে জাতীয় পার্টির এ নেতা বলেন, বিরোধী দল সরকারে ছিল। তারা বিভিন্ন গণমুখী কাজ করেছে। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার আশায় তারা আবারো নির্বাচনে আসবে। গণতন্ত্রকে এগিয়ে নেবে বলে আমার প্রত্যাশা।

এরপরও যদি বিএনপি না আসে তাহলে কী হবে? জানতে চাইলে তিনি বলেন, ‘না’ শব্দটি নিয়ে এখন ভাবছি না।

উল্লেখ্য, নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভায় যোগ দিতে গত ১৮ নভেম্বর মন্ত্রী হিসেবে শপথ নেন রুহুল আমীন হাওলাদার। গত বৃহস্পতিবার তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

(দিরিপোর্ট/আরএমএম/এপি/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর