thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘সংখ্যাগরিষ্ঠরা ভোট না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

২০১৩ নভেম্বর ২৪ ১৫:৪৩:২২
‘সংখ্যাগরিষ্ঠরা ভোট না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না’

দিরিপোর্ট প্রতিবেদক : দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোট না দিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী রাশেদ খান মেনন। মন্ত্রণালয়ে যোগ দেওয়া উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোটে অংশ নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে, নচেৎ গ্রহণযোগ্য হবে না। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে অবাধ-সুষ্ঠু নির্বাচন করাই আমাদের প্রথম দায়িত্ব। এ মন্ত্রিসভা দৈনন্দিন কাজ করবে, নতুন নতুন নীতি নিয়ে আপাতত কাজ হবে না।’

সংলাপের মধ্যে দিয়ে সমস্যা সমাধানের আশাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রধান বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এখন পর্যন্ত আন্দোলনে থাকলেও সাম্প্রতিক সময়ে রাজনীতিতে কিছু ‘ইতিবাচক’ পরিবর্তন এসেছে। এ সরকারে আসার জন্য বিরোধী দলকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল, তা এখনো বহাল আছে বলেও জানান তিনি।

(দিরিপোর্ট/আরএমএম/এমসি/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর