thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

২০১৩ নভেম্বর ২৪ ১৫:৪৩:৪৯
পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবার

দিরিপোর্ট প্রতিবেদক : পুনর্গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক বসছে সোমবার। সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের জনসংযোগ কর্মকর্তা ও উপ-প্রধান তথ্য কর্মকর্তা এএফএম আমিনুল ইসলাম দিরিপোর্টকে এ তথ্য জানান।

পুনর্গঠিত মন্ত্রিসভার দফতর বণ্টন বৃহস্পতিবার করা হয়। একই সঙ্গে মহাজোট সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

নির্বাচনকালীন মন্ত্রিসভা ২৯ সদস্য (প্রধানমন্ত্রীসহ) বিশিষ্ট। এর মধ্যে ২১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী সাতজন। মন্ত্রীদের মধ্যে নতুন ছয়জন ও পুরনো ১৬ জন। প্রতিমন্ত্রীদের মধ্যে নতুন দুইজন এবং মহাজোট সরকারের পাঁচজন রয়েছেন। পুনর্গঠিত এ মন্ত্রিসভায় মহাজোট সরকারের ১৬ মন্ত্রী ও ১৪ জন প্রতিমন্ত্রীর বাদ পড়েন।

গত ১৭ নভেম্বর মহাজোট সরকারের সর্বশেষ মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এমএআর/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর