thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ নভেম্বর ২৪ ১৫:৪৫:৩২
মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিলেট সংবাদদাতা : মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এক মহিলা ও এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। রবিবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে শহরের ওয়াপদা এলাকায় রাস্তা পার হওয়ার সময় হোটেল শ্রমিক সেলিম আহমদ (৩৪) বাসচাপায় নিহত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মনির মিয়ার ছেলে। সকালে তার মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

অপরদিকে রবিবার সকাল ১০টায় রাস্তা পার হওয়ার সময় সবজান বিবি (৫৯) নিহত হন। তিনি উপজেলার মনুমুখ ইউপির আড়াইহাল গ্রামের মৃত আবদুর রূপের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার-সিলেট সড়কের নাদামপুর এলাকায় রাস্তা পারের সময় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৌলভীবাজারের শেরপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

(দিরিপোর্ট/এমজে/এপি/এএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর