thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পুলিশের গাড়ির ধাক্কায় র‌্যাব সদস্য আহত

২০১৩ নভেম্বর ২৪ ১৬:৫১:১২
পুলিশের গাড়ির ধাক্কায় র‌্যাব সদস্য আহত

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পুলিশের গাড়ির ধাক্কায় এক র‌্যাব সদস্য আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটায় রাজধানীর বিজয় সরণীতে এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্যের নাম শাহ আলবার বিল্লাহ (৩০)। তিনি জয়পুরহাট র‌্যাব–৫ এ এএসআই পদে কর্মরত।

আহত র‌্যাব সদস্য জানায়, হৃদরোগজনিত অসুস্থতার কারণে জয়পুরহাট থেকে রাজারবাগ পুলিশ লাইনে চিকিৎসার জন্য আসেন। পুলিশ লাইন থেকে হৃদরোগ হাসপাতালে ইসিজি করার উদ্দেশে বিজয় সরণীতে যান। সেখানে রাস্তা পারাপারের সময় পুলিশের টহলরত গাড়ি ধাক্কা দিলে সে আহত হয়। আহত অবস্থায় পথচারীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু পুলিশের টহলদল কোন থানার সে বলতে পারেনি।

ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট/এসআর/এমএইচও/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর