thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

পাকিস্তানে পোলিও কর্মীদের মুক্তি আলোচনা চলছে

২০১৩ নভেম্বর ২৪ ১৮:০৯:৪৬
পাকিস্তানে পোলিও কর্মীদের মুক্তি আলোচনা চলছে

দিরিপোর্ট ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারে স্থানীয় নেতারা পোলিও কর্মীদের সন্দেহভাজন অপহরণকারীদের সঙ্গে আলোচনা করছেন। খবর বিবিসির।

বারা এলাকায় পোলিও টিকাদান কর্মসূচিতে কাজ করার সময় শনিবার চার শিক্ষক অপহৃত হন।

পাকিস্তানে পোলিও এখন দেশব্যাপী এক সমস্যা।

বারা শহরের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, এই অপহরণের পেছনে লস্কর-ই-ইসলামের হাত রয়েছে।

তিনি বলেন, স্থানীয় বয়োজ্যেষ্ঠরা লস্কর-ই-ইসলামের সঙ্গে আলোচনা শুরু করেছে। আমরা পোলিও কর্মীদের তাড়াতাড়ি মুক্তির ব্যাপারে আশাবাদী।

পাকিস্তানে অস্ত্রধারীরা প্রায় টিকাদান কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের অপহরণ করে থাকে। তাদের অভিযোগ, এসব ব্যক্তিরা মুসলমানদের বন্ধ্যা করতে পশ্চিমাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজ করে থাকে।

(দিরিপোর্ট/আদসি/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর