thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বক্তব্য ফিরিয়ে নিলেন হান্নান শাহ

২০১৩ নভেম্বর ২৪ ১৮:০৫:১৯
বক্তব্য ফিরিয়ে নিলেন হান্নান শাহ

দিরিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল ‘বলার মতো নয়’- এমন মন্তব্য করে বিপাকে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

জাতীয় প্রেস ক্লাবে রবিবার দুপুরে এক আলোচনা সভায় ওই বৈঠক সম্পর্কে হান্নান শাহ বলেন, ‘আমি যতটুকু জেনেছি, আলোচনার ফলাফল বলার মতো নয়। সেখানে কোনো এজেন্ডা ছিল না। সৈয়দ আশরাফ বার বার বলেছেন, আমি কিছু বলতে পারবো না, নেত্রী যা বলবেন আমি তাই করবো। তিনি কর্তার (প্রধানমন্ত্রী) ইচ্ছায় কর্ম করেন।’

‘প্রধানমন্ত্রী আলোচনার ব্যাপারে আমাদের মহাসচিবকে বললেও আশরাফ সাহেবকে কিছুই বলেননি’ বলে জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রবিবার বিকেলে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত ‘গণমাধ্যমে প্রচারিত ব্রি. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর বক্তব্যের ব্যাখা’ শীর্ষক বার্তায় হান্নান শাহর বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়।

ব্যাখ্যায় উল্লেখ করা হয়, ‘আজ জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) মিজানুর রহমান মিজান ও গ্রেপ্তারকৃত অন্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আয়োজিত এক অনুষ্ঠানে আমি (হান্নান শাহ) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের মধ্যে যে কথিত আলাপ হয়েছে বলে বক্তব্য দিয়েছি তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।’

‘মূলত আমি (হান্নান শাহ) আজ কিছু গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত উল্লেখিত দুজন নেতার বৈঠকের খবরটির পরিপ্রেক্ষিতেই বক্তব্য দিয়েছি। পরে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের নিকট থেকে বৈঠকের বিষয়টি ভিত্তিহীন নিশ্চিত হয়ে তা ইতোমধ্যে গণমাধ্যমে জানিয়েছি, যা কিছু গণমাধ্যম প্রচার করেছে। বৈঠকের খবরটি অসত্য এবং নিছক গুজব। সুতরাং এ বিষয়ে আর কেউ যাতে বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি’ বলে ব্যাখ্যায় বলা হয়।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যার পর আশরাফ-ফখরুলের বৈঠক হয়। এমন খবর প্রচারিত হলে ওই রাতেই মির্জা ফখরুল বৈঠকের খবরটি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। আর রবিবার দুপুরে হান্নান শাহর এমন বক্তব্য দলের ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ‘সাংঘর্ষিক’ হওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হলো।

(দিরিপোর্ট/টিএস/এমএইচ/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর