thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

অবশেষে সরল স্বীকারোক্তি টাইসনের

২০১৩ নভেম্বর ২৪ ১৮:৩৭:২৯
অবশেষে সরল স্বীকারোক্তি টাইসনের

দিরিপোর্ট২৪ ডেস্ক : মাইক টাইসন স্বীকার করেছেন ১৯৯৭ সালের সেই কুখ্যাত বিশ্ব খেতাবের ম্যাচে তিনি ইভান্ডার হোলিফিল্ডকে মেরে ফেলতেই চেয়েছিলেন৷ ওই ম্যাচে ২ বার হোলিফিল্ডের কান কামড়ে দেওয়ায় তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়৷ বক্সিংয়ের ইতিহাসে ওই ম্যাচ পরিচিত অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে৷

সম্প্রতি টাইসনের জীবন নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে৷ বইটির নাম : আনডিসপিউটেড ট্রুথ: মাই অটোবায়োগ্রাফি৷ ওই বইয়ে টাইসন লিখেছেন, ‘আমি ওকে (হোলিফিল্ডকে) মেরে ফেলতেই চেয়েছিলাম৷ যেভাবে ও আমাকে মাথায় মেরেছিল, তাতে আমি ক্ষেপে গিয়েছিলাম৷ যারা সে দিন ওই ম্যাচ দেখেছিলেন, তারা সবাই হোলিফিন্ডের মারগুলো নিশ্চয় লক্ষ্য করেছিলেন৷ আমি নিজে খুব একটা নিয়মনিষ্ঠ ছিলাম না কোনও দিনই৷ মারের পর মার খেয়ে আমি ওর কান কামড়ে দিই।’

ওই ম্যাচে টাইসন দ্বিতীয়বারের জন্য হোলিফিল্ডের কান কামড়ে দিলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে৷ টাইসন তার জীবনীতে লিখছেন, ‘দ্বিতীয়বারের জন্য হোলিফিল্ডের কান কামড়ে দেওয়াটা যথেষ্টই ইচ্ছাকৃত ছিল৷ অনেকে আমাকে ধরে টানছিলেন৷ আমাকে আটকেও দিচ্ছিলেন কেউ কেউ৷ আমি শুধু ওকে (হোলিফিল্ড) দেখছিলাম৷ দূরে দাঁড়িয়ে ছিল৷ আমি ওর কাছে ছুটে যেতে চাইছিলাম৷ আমার সঙ্গে সে সময় ৫০ জন লোক ছিল৷ আমি ওকে একবার হাতের কাছে পেতে চাইছিলাম৷’

টাইসন স্বীকার করেছেন, ‘এক সময় অসংযমী জীবন যাপন করেছেন৷ মদ এবং ড্রাগের নেশায় প্রায় মরতেই বসেছিলেন৷ তবে সে সব ছেড়ে দিয়েছেন টাইসন৷ লিখছেন; আমি এখন ওসব থেকে অনেক দূরে৷ মরে যেতে চাই না৷ অনেক খারাপ কাজ করেছি৷ এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে৷ আমি নিজের জীবন অনেকটাই বদলে ফেলব৷ এখন থেকে একদম অন্য রকম একটা জীবন যাপন করতে চাই।’

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর