thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

শিরোপার ঘ্রাণ পাচ্ছে গাজী!

২০১৩ নভেম্বর ২৪ ১৯:১১:০১
শিরোপার ঘ্রাণ পাচ্ছে গাজী!

দিরিপোর্ট প্রতিবেদক : ঘরোয়া ক্রিকেট লিগের শিরোপা ছুঁয়ে দেখার স্বপ্ন নিয়ে মাঠে নামছে গাজী ট্যাংক ক্রিকেটার্স। কারণ সমীকরণটা এমন; সোমবার প্রাইম দোলেশ্বর তাদের ম্যাচে হারলে আর গাজী জিতলেই লিগ শিরোপা হয়ে যাবে তাদের। শিরোপা লড়াইয়ে টিকে থাকতে প্রাইম দোলেশ্বরকে জিততেই হবে।

গুরুত্বপূর্ণ দিনে ফতুল্লায় দোলেশ্বরের প্রতিপক্ষ দুর্বল কলাবাগান ক্রিকেট একাডেমি। আর বিকেএসপিতে গাজী ট্যাংকের প্রতিপক্ষ শক্তিশালী মোহামেডান। মিরপুরে শেখ জামাল ধানমন্ডি ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব পরস্পরের মুখোমুখি হচ্ছে।

লিগের শীর্ষ দল গাজী ট্যাংক; পয়েন্ট ২০। অন্যদিকে প্রাইম দোলেশ্বরের ১৮ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা মোহামেডানের পয়েন্ট ১৬। শেখ জামালেরও ১৬ পয়েন্ট; অবস্থান চতুর্থ। বুধবার সুপারলিগের শেষ ম্যাচ।

প্রাইম দোলেশ্বর হারলে আর গাজী ট্যাংক জিতলে, দুই দলের পয়েন্ট পার্থক্য থাকবে ৪। গাজী ট্যাংকের ২২ পয়েন্ট হয়ে যাবে। আর প্রাইম দোলেশ্বর থাকবে ১৮ পয়েন্টেই। তখন পরবর্তী ম্যাচটি খেলার আগে শিরোপা জয় নিশ্চিত হবে গাজী ট্যাংকের। যদি গাজী ট্যাংক হারে; আর প্রাইম দোলেশ্বর জিতে, তাহলে শেষ ম্যাচটির দিকে দৃষ্টি থাকবে সবার। শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বর-গাজী ট্যাংক পরস্পরের প্রতিপক্ষ থাকবে। সেই ম্যাচটিতে যে দল জিতবে, তারাই চ্যাম্পিয়ন হয়ে যাবে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও কলাবাগান ক্রিকেট একাডেমির শিরোপা স্বপ্ন শেষ হয়ে গেছে আগেই। কাগজে হিসেবে মোহামেডানেরও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকছে। এজন্য মোহামেডানকে হাতে থাকা টানা ২ ম্যাচই রান রেট বাড়িয়ে নিয়ে জিততে হবে। গাজী ট্যাংককে টানা ২ ম্যাচ হারতে হবে। প্রাইম দোলেশ্বরকেও ম্যাচ হারতে হবে। গাজী ট্যাংকের বিপক্ষেও জিততে হবে তাদের।

স্বাভাবিকভাবেই সমীকরণের কাঁধে চড়ে মোহামেডানের সেই সুযোগ পাওয়া কঠিনই। বরং সোমবার প্রাইম দোলেশ্বর-গাজী ট্যাংক শিরোপার ঘ্রাণ নেয়ায় অপেক্ষায় যারপরনাই বাজি রেখে জয়ের জন্য মাঠে নামবে।

(দিরিপোর্ট/এএস/সিজি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর