thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

ঢাকা বারের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২০১৩ নভেম্বর ২৪ ১৯:১৪:১৩
ঢাকা বারের নতুন ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দিরিপোর্ট প্রতিবেদক : ঢাকা বারের নবনির্মিত ভবন ২৫ নভেম্বর সকাল ১০টায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ঢাকা বারের কোষাধাক্ষ্য নজরুল ইসলাম শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা বারের নবনির্মিত ভবন উদ্বোধন ছাড়াও ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ঢাকা বার বিল্ডিংয়ের ১০ তলার ভবনের চতুর্থ তলা পর্যন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। ২০১৪ সালের ডিসেম্বর নাগাধ বাকী কাজও শেষ হয়ে যাবে বলে তিনি জানান।

প্রায় ৪ হাজার ৫ শত বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট ভবনটির ভেইজমেন্টে থাকছে কার পার্কিং, দ্বিতীয ও চতুর্থ তলায় থাকছে হলরুমের জন্য বরাদ্দ। সেখানে কমন টেবিলে প্রায় একহাজার আইনজীবীর বসার ব্যবস্থা থাকছে। তৃতীয় তলায় থাকছে সভাপতি, সাধারণ সম্পাদকের রুম, অফিস লাইব্রেরী ও মিলনায়তন। ৫, ৬, ৭, ৮ ও ৯ তলায় থাকছে আইনজীবীদের চেম্বার। ১০ম তলায় ক্যান্টিন।

ঢাকা বারের কোষাধাক্ষ্য নজরুল ইসলাম শামীম জানান সরকারি অনুদান ছাড়াও ৩২৫ জন আইনজীবীদের কাছ থেকে চেম্বারের জন্য ১ লাখ টাকা করে নেয়া হয়েছে ।

(দিরিপোর্ট/এএইচ/এসবি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর