thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

প্রাথমিকে প্রশ্নপত্র ফাঁসে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠিত

২০১৩ নভেম্বর ২৪ ১৯:২৪:০৭
প্রাথমিকে প্রশ্নপত্র ফাঁসে পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠিত

দিরিপোর্ট প্রতিবেদক : প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব এস এম আশরাফুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।

রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ ফারুক জলীল ও উপ-পরিচালক ডাঃ এ এস পারভেজ রহিম।

কমিটিকে অভিযোগ তদন্ত করে আগামী ১৫ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা,প্রশ্নপত্র কোন পর্যায় বা কোথা হতে ফাঁস হয়েছে, কোন কোন বিষয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছেএবং প্রশ্নপত্র ফাঁসে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করবে।

ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কিত সুপারিশমালাও প্রণয়নকরবে গঠিত এ কমিটি।

প্রশ্নপত্র ফাঁসের কারণে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা কেউ বে-আইনীভাবে লাভবান হয়েছে কিনা তাও গঠিত এ কমিটি চিহ্নিত করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

(দিরিপোর্ট/এসআর/এইচএস/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর