thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

না’গঞ্জে স্কুলছাত্র হত্যার ঘটনায় মামলা

২০১৩ নভেম্বর ২৪ ১৯:৩০:১৭
না’গঞ্জে স্কুলছাত্র হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ সংবাদদাতা : স্কুলছাত্র সিয়াম হত্যাকাণ্ডে মামলা করা হয়েছে। নিহতের বাবা মোস্তফা মাদবর বাদী হয়ে রবিবার সকালে ফতুল্লা মডেল থানায় এ মামলা করেন।

মামলায় আসামি করা হয়েছে ফতুল্লার মাসদাইর এলাকার ফারুক মণ্ডলের ছেলে মেহেদী মণ্ডলকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই সোহেল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় বাদী অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে সিয়ামকে মেহেদী মণ্ডল হত্যা করেছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় মাসদাইর বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার জন্য বের হয় সিয়াম। এরপর থেকে সে নিখোঁজ থাকে। এ ঘটনায় শনিবার সকালে ফতুল্লা মডেল থানায় নিহতের পরিবার একটি জিডি করেন।

মুন্সিগঞ্জের হাতিমারা এলাকা থেকে শনিবার সকালে সিয়ামের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে স্কুল প্রাঙ্গণে সিয়াম হত্যাকাণ্ডের ঘটনায় রবিবার দুপুরে খুনীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক, সহপাঠীরা। এ সময় তারা কালোব্যাজ ধারণ করেন। তারা সিয়াম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

(দিরিপোর্ট/এনএ/এমএইচও/এসবি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর