thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

নির্বাচন প্রতিহত করার আহ্বান

২০১৩ নভেম্বর ২৪ ১৯:৫০:১৫
নির্বাচন প্রতিহত করার আহ্বান

দিরিপোর্ট প্রতিবেদক : বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতন বন্ধ ও একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র প্রতিহত করতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ আহবান জানান।

রফিকুল ইসলাম খান বলেন, সরকার অব্যাহতভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছে।

তিনি বলেন, সরকার জনগণের দাবি উপেক্ষা করে সংবিধানকে পদদলিত করে ‘নির্বাচনকালীন সরকার’-এর নামে মহাজোট সরকারের মন্ত্রিসভা পুনর্গঠন করে দেশবাসীকে বিভ্রান্ত করছে। এ ধরনের সরকারের কোনো ব্যবস্থা সংবিধানে নেই। নিজেদের সুবিধামত সরকার গঠন করে তা যে নামেই জনগণের সামনে পেশ করা হোক না কেন তা যে আওয়ামী লীগেরই একটি নতুন রূপ মাত্র সেটা বুঝতে জনগণের বাকী নেই।

রফিকুল ইসলাম খান বলেন, এ সরকারের সংশোধিত সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদের শেষ ৯০ দিন হচ্ছে নির্বাচনকালীন সময়। এ সময়ের মধ্যে সরকার পুনর্গঠনের নজির দুনিয়ার কোনো দেশে খুঁজে পাওয়া যাবে না। আওয়ামী লীগ তার দলীয় স্বার্থ হাসিলের জন্য নির্বাচনকালীন ৯০ দিন সময়কে নির্বাচনের কাজে ব্যবহার করার সুযোগ না দিয়ে আরেক দফা সংবিধান লঙ্ঘন করেছে।

জামায়াতের এ শীর্ষ নেতা বলেন, এ সরকার সংবিধান মানে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। এই সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তাদের অধীনে কোনো নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। বিরোধী দলকে বাইরে রেখে একদলীয় প্রহসনের নির্বাচনের চক্রান্ত জনগণ কঠোরভাবে প্রতিহত করবে।

(দিরিপোর্ট/কেএ/এসবি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর