thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বরিশালে ১৮ দলের সমাবেশ

২০১৩ নভেম্বর ২৪ ২০:৩৭:১০
বরিশালে ১৮ দলের সমাবেশ

বরিশাল সংবাদদাতা : অসাংবিধানিকভাবে গঠিত নির্বাচনকালীন সরকারের প্রতিবাদে এবং নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে ১৮ দলীয় জোট।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেব দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৪টায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম শাহিনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার প্রহসনমূলক নির্বাচন করতে সর্বদলীয় সরকার গঠন করেছে যা হাস্যকর। বাংলার জনগণ তা মেনে নেবে না। বেগম খালেদা জিয়ার দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা না মানলে দেশ অচল করে দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সম্পাদক আনোয়ারুল হক তারিন, যুগ্ম-সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু প্রমুখ।

সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

(দিরিপোর্ট/বিএস/এমএইচও/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর