thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাবুগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

২০১৩ নভেম্বর ২৪ ২০:৩৭:৫৭
বাবুগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১৫

বরিশাল সংবাদদাতা : বরিশালের বাবুগঞ্জে বিএনপি-পুলিশের সংঘর্ষে বিএনপির সভাপতিসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ।

উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন তালুকদার জানান, রবিবার বিকেল সাড়ে চারটায় পুলিশ তাদের মিছিলে বাঁধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোঁড়ে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫০ রাউণ্ড শর্টগানের গুলি ছোড়ে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, পুলিশের ওপর হামলা করায় মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে শর্টগানের গুলি ছোঁড়া হয়েছে। এই ঘটনায় বাবুগঞ্জ থানায় চারজন ও বিমানবন্দর থানা পুলিশ চারজনকে আটক করে।

(দিরিপোর্ট/বিএস/এমএইচও/এসবি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর