thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

বিকল্প কর্মসূচি দিয়ে রাজপথে থাকবে বিকল্পধারা

২০১৩ নভেম্বর ২৪ ২০:৩৭:৫০
বিকল্প কর্মসূচি দিয়ে রাজপথে থাকবে বিকল্পধারা

দিরপোর্ট প্রতিবেদক: সব দলের অংশগ্রহণ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না বিকল্পধারা বাংলাদেশ। সরকার যদি একতরফাভাবে নির্বাচন করতে চায়, তাহলে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিকল্প কর্মসূচি দিয়ে দলটি রাজপথে থাকবে।

বিকল্পধারাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জানিয়েছেন, যারাই দেশকে ভালবাসে, তারাই এই একদলীয় নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রবিবার রাতে পৌনে এক ঘণ্টার বৈঠক শেষে এ কথা জানান বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান। এর আগে রাত পৌনে নয়টায় বিকল্পধারা বাংলাদেশের চারসদস্যের একটি প্রতিনিধিদল খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে পৌনে এক ঘণ্টাব্যাপী বৈঠক করে। ওই বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বিকল্পধারার পক্ষে ছিলেন দলটির মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিয়াম সদস্য অধ্যাপক নুরুল আমীন বেপারী, যুগ্মমহাসচিব মাহি বি. চৌধুরী, আব্দুর রউফ প্রমুখ।

বিকল্পধারার মহাসচিব মান্নান বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে আমরা আমাদের সিদ্ধান্ত জানাতে এসেছিলাম। আমারা তাকে জানিয়েছি যে, একতরফার এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। এই একদলীয় নির্বাচন কখনো গণতন্ত্রের জন্য সফলতা বয়ে আনবে না। এতে গণতন্ত্র নস্যাৎ হবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মান্নান বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে অরনুরোধ করব, আলাপ আলোচনার মাধ্যমে সবদলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন। তাহলে আমাদের গণতন্ত্র টিকবে। না হলে গণতন্ত্র ও দেশ ক্ষত-বিক্ষত হবে।’

বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলন করবেন কিনা- জানতে চাইলে মান্নান বলেন, ‘না। আমরা ছয়টি দল নিয়ে কাজ করছি। আমরা বিকল্প কর্মসূচি দিয়ে রাজপথে থেকে একতরফার এই নির্বাচন প্রতিহত করব।’

মহাজোট সরকার থেকে আপনারা কোনো আমন্ত্রন পেয়েছেন কিনা- জানতে চাইলে মান্নান বলেন, ‘না। আমরা শুরু থেকেই বলে আসছি, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ প্রয়োজন। সব দল ছাড়া নির্বাচন অংশ নেব না। সেই অবস্থানেই অনড় রয়েছে বিকল্পধারা।’

তবে তিনি আশার প্রকাশ করে বলেন, ‘সরকার একদলীয় নির্বাচন করবে না। সবদলের অংশগ্রহণেই নির্বাচনের প্রয়োজনীয় ব্যবস্থা করবে।’

দলটির যুগ্ম মহাসচিব মাহী বি.চৌধুরী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘বর্তমান সরকার মহাজোটের সরকার। এটি সর্বদলীয় সরকার নয়। শুধু রং বদলিয়েছে। আগে ছিলো লাল টুপি, এখন হয়েছে নীল টুপি।’

তিনি জানান, ইতোমধ্যে কৃষক শ্রমিক জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরামের ড. কামাল হোসেন গণমাধ্যমকে একদলীয় সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এছাড়া জেএসডির আসম আব্দুর রব বিকল্পধারাকে জানিয়েছেন তার দলও একদলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না।

মাহী জানান, শেষ পর্যন্ত মহাজোট সরকারের বাইরে কোনো দলই থাকবে না। সবাই এই নির্বাচন প্রতিহত করবে। আমরা ১৮ দলীয় জোটের বাইরে। তারপরেও অনেক দলের সঙ্গে জোটবদ্ধভাবে আন্দোলন করার বিষয়ে আলোচনা করেছি। তাদের সিদ্ধান্ত, একদলীয় ও তামাশার এই নির্বাচনে তারাও অংশ নেবে না। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিকল্প কর্মসূচি দিয়ে রাজপথের আন্দোলনে থাকবো।

(দিরিপোর্ট/টিএস /এমএইচ/এসকে/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর