thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

মিশরে বিক্ষোভ-সমাবেশ বিরোধী আইন পাশ

২০১৩ নভেম্বর ২৪ ২০:৪২:০৫
মিশরে বিক্ষোভ-সমাবেশ বিরোধী আইন পাশ

দিরিপোর্ট ডেস্ক : মিশরের অন্তবর্তী প্রেসিডেন্ট আদলি মানসৌর বিক্ষোভ-সমাবেশ বিরোধী একটি আইনে সই করেছেন। ফলে এখন থেকে দেশটিতে সমাবেশ করার ২৪ ঘন্টা আগে পুলিশের অনুমতি নিতে হবে। খবর আল-জাজিরার।

মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, মানসৌর এই আইনে সই করার ফলে এখন থেকে সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি প্রয়োজন পড়বে। এছাড়া ওই আবেদনে সমাবেশের স্থান এবং সমাবেশের ব্যাপ্তিও উল্লেখ করতে হবে বলে বলা হয়েছে। এদিকে অধিকার গ্রুপগুলো এই আইনের সমালোচনা করে বলেছে, এর মধ্য দিয়ে সমাবেশ এবং শান্তিপূর্ণ বিক্ষোভের লাগাম টেনে ধরা হলো।

দেশটির অধিকার গ্রুপগুলো এই আইনটি বাতিল করে দিতে মানসৌরের প্রতি আহবান জানিয়েছে। অধিকার গ্রুপগুলো তাদের বিবৃতিতে জানিয়েছে, এই খসড়া আইনে সব ধরনের সভা-সমাবেশকে অপরাধী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর ফলে শান্তিপূর্ণ সমাবেশ বিক্ষোভ, জনসমাবেশকে ছত্রভঙ্গ করতে পুলিশকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।

এদিকে এ খবর প্রকাশিত হওয়ার পর মুসলিম ব্রাদারহুডের সমর্থকরা রাজধানী কায়রোসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে।

(দিরিপোর্ট/আদসি/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর