thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

২০১৩ নভেম্বর ২৪ ২০:৪০:৫০
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৫

দিরিপোর্ট ডেস্ক : পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে রবিবার রাস্তার পাশে একটি বোমার বিস্ফোরণে নিরাপত্তা বাহিনীর পাঁচজন নিহত হয়েছে। মীর আলি এলাকার ওই বিস্ফোরণে আরও ছয়জন আহত হয়েছে। খবর দ্যা ডনের।

খবরে জানা গেছে, নিরাপত্তা বাহিনীর গাড়ি মীর আলির কারামকোট এলাকা অতিক্রম করার সময় দূর নিয়ন্ত্রিত এই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত এবং আরও ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকা ঘিরে রাখে এবং সেখানে অভিযান চালায়। পাকিস্তানের আধা-স্বায়ত্তশাসিত সাতটি অঞ্চলের মধ্যে উত্তর ওয়াজিরিস্তান একটি। এই অঞ্চলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানসহ অন্যান্য অস্ত্রধারী গ্রুপের ব্যাপক উপস্থিতি রয়েছে।

তাদেরকে লক্ষ্য করে এই অঞ্চলে প্রায় যুক্তরাষ্ট্র ড্রোন বা চালকবিহীন বিমান হামলা চালিয়ে থাকে।

(দিরিপোর্/আদসি/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর