thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

২০১৩ নভেম্বর ২৪ ২০:৪৯:১৫
সিলেটে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিলেট সংবাদদাতা : জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে সৈয়দ নবীব আলী কলেজ এলাকায় সড়ক দুর্ঘটনায় জুয়েল আহমদ নামের (১২) এক শিশুর মৃত্যু হয়েছে।

সিলেট-জকিগঞ্জ সড়কে রবিবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার গ্রামের ব্যবসায়ী আবদুল গনির ছেলে।

নিহতের বাবা জানান, জুয়েল তার দাদীর সঙ্গে চারখাই ইউনিয়নে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যায়। ঘটনাস্থলে বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী যাত্রীবাহী একটি বাস (মৌলভী বাজার জ-১১-০২১৯) জুয়েলকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা বাসটি আটক করে ও সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(দিরিপোর্ট/এমজেসি/এমএইচও/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর