thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ মার্চ 25, ২০ ফাল্গুন ১৪৩১,  ৪ রমজান 1446

স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

২০১৩ নভেম্বর ২৪ ২১:১৪:২০
স্ত্রী-সন্তানকে হত্যার পর নিজের আত্মহত্যা

দিরিপোর্ট ডেস্ক : নিউ ইয়র্কের পুলিশ জানিয়েছে, এক ব্যক্তি তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। আব্বাস লোধি নামের এক পাকিস্তানি-আমেরিকান বৃহস্পতিবার ওই হত্যাকাণ্ড ঘটায়।

শুক্রবার পুলিশ কর্মকর্তা মেলিসা ম্যাকমরিস বলেছেন, ওষুধ ব্যবসায়ী আব্বাস লোধি প্রথমে তার স্ত্রী সারওয়াত লোধিকে গুলি করে। পরে সে তার নয় বছর বয়সী ও ১৩ বছর বয়সী দুই ছেলেকে গুলি করে। পরে নিজে আত্মহত্যা করে।

তিনি জানিয়েছেন, তারা বৃহস্পতিবার প্লেজেন্ট ভ্যালীতে আব্বাসের বাড়ি থেকে তার ও তার দুই সন্তানের মৃতদেহ খুঁজে পায়। অন্যদিকে সারওয়াত লোধির মৃতদেহ বাড়ির পাশের রাস্তা থেকে উদ্ধার করা হয়।

ম্যাকমরিস বলেন, আব্বাস লোধি এবং তার দুই ছেলের বুকে গুলির আঘাত ছিল। তার স্ত্রীকেও একই অস্ত্র দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

তবে কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানাতে পারেননি পুলিশ।

(দিরিপোর্/আদসি/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর