thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজশাহীতে অপহৃত ছাত্রলীগ নেতা উদ্ধার

২০১৩ নভেম্বর ২৪ ২১:১৯:১৮
রাজশাহীতে অপহৃত ছাত্রলীগ নেতা উদ্ধার

রাজশাহী সংবাদদাতা : জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুলতান আহমেদকে (২৮) অপহরণের একদিন পর রবিবার বিকেলে পুঠিয়া উপজেলার কাজিপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

অপহরণের অভিযোগে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে। তারা হলেন- পুঠিয়া উপজেলার কাজিপুর গ্রামের আয়নাল হোসেন (৪০) ও চারঘাট উপজেলার মাইদুল ইসলাম (৩৫)।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপহৃতের বড় ভাই রেজাউল করীম বলেন, রাজশাহী থেকে মোটরসাইকেলে সে বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামে যাচ্ছিল। নগরীর কাপাশিয়া বাজার এলাকায় পৌঁছালে আট থেকে ১০ জন সন্ত্রাসী তাকে অস্ত্রের মূখে অপহরণ করে।

অপহরণের পর পরিবারের কাছে মোবাইল ফোনে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল ফোনের সূত্র ধরে পুঠিয়া থানা পুলিশ রবিবার বিকেলে সুলতানকে উদ্ধার করে।

(দিরিপোর্ট/বিএইচএল/এমএইচও/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর