thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

মালিতে ভোট গ্রহণ চলছে

২০১৩ নভেম্বর ২৪ ২০:৪৭:৫৪
মালিতে ভোট গ্রহণ চলছে

দিরিপোর্ট ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কঠোর নিরাপত্তার মধ্যে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

নির্বাচনের প্রথম দফায় ৬৫ লাখ মানুষ ভোট দিচ্ছেন। স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

চলতি বছরের শুরুর দিকে দেশটির উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের উপর ফরাসি বাহিনী হামলা চালানোর পর এটি দ্বিতীয় নির্বাচন। এর আগে, আগস্টে দেশটিতে শান্তিপূর্ণভাবে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এরপর থেকেই দেশটিতে সহিংস ঘটনা বেড়ে যায়। খবর বিবিসির।

দেশটির উত্তরাঞ্চলের শহর গাওয়ে বৃহস্পতিবার রকেট হামলা চালানো হয়। এদিকে কিদাল শহরে বাড়তি ফরাসি সেনা মোতায়েন রয়েছে। মাসের শুরুর দিকে এই শহরে দুজন ফরাসি সাংবাদিককে হত্যা করা হয়েছে।

মালির সরকার এবং অস্ত্রধারীদের মধ্যে গত জুনে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের পথ সুগম হয়।

(দিরিপোর্ট/আদসি/এমএআর/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর