thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

নাচতে গিয়ে গুলি বেরিয়ে নিহত ২

২০১৩ নভেম্বর ২৫ ০০:২৫:০৩
নাচতে গিয়ে গুলি বেরিয়ে নিহত ২

দিরিপোর্ট ডেস্ক : ইয়েমেনের একটি বিয়ের অনুষ্ঠানে ‍দুর্ঘটনাবশত একে-৪৭ এর গুলিতে দুজন নিহত হয়েছেন। দেশটির পুলিশ জানিয়েছে, জনপ্রিয় পপ গান ‘গ্যাংনাম স্টাইলে’র ছন্দের তালে তালে নাচার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর তেইজে বিয়ের অনুষ্ঠানে গুলিতে আহত অপর দুই ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্টারনেটে ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। তবে গত সপ্তাহে ঘটা এ দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফুটেজে দেখা গেছে, আকাশের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে এক ব্যক্তি কয়েকজন অতিথির সঙ্গে জনপ্রিয় ওই গানের সঙ্গে নাচানাচি করছে। একই সময় ভিডিওটিতে কয়েকজন অতিথিকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যেতে দেখা যায়। এ ঘটনার পর অন্য অতিথিরা নাচানাচি বন্ধ করে হতাহতদের সাহায্যে এগিয়ে আসে।

প্রসঙ্গত, ইয়েমেনে বিয়ের অনুষ্ঠানে বন্দুকের গুলি ছুড়ে ‘বিয়ে উদযাপন’ একটি সাধারণ বিষয়।

(দিরিপোর্ট/আদসি/এসকে/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর