thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুমিল্লায় ছাত্রলীগের ২ কর্মী গুরুতর আহত

২০১৩ নভেম্বর ২৫ ০১:০৬:২৬
কুমিল্লায় ছাত্রলীগের ২ কর্মী গুরুতর আহত

কুমিল্লা সংবাদদাতা : জেলার চৌদ্দগ্রামে রহিম (১৮) ও রুবেল (২০) নামে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার চিওড়া রাস্তার মাথা এলাকায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গোসতল গ্রামের ডালিম ও রাশেদ নামে দুই জামায়াত সমর্থকের বাড়িতে হামলা করে স্থানীয় ছাত্রলীগ।

স্থানীয় সূত্র জানায়, চিওড়া ইউনিয়নের চরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে আব্দুর রহিম ও মৃত মুকবুল আহমদের ছেলে রুবেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া রাস্তার মাথা এলাকায় ব্যাটমিন্টন খেলে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাদেরকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দু’জনই চিওড়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে দিরিপোর্টকে বলেন, মুঠোফোনের মাধ্যমে ঘটনাটি শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান।

(দিরিপোর্ট/আইজেকে/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর