thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলন

২০১৩ নভেম্বর ২৫ ০২:১২:৫১
থাইল্যান্ডে সরকারবিরোধী আন্দোলন

দিরিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে সরকারের পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভ করেছে হাজারো জনতা। বিক্ষোভকারীরা থাকসিন সিনাওয়াত্রার বংশীয় শাসনের শেষ দেখতে চেয়ে স্লোগান দেয়। খবর আলজাজিরার।

সরকারবিরোধী বিভিন্ন স্লোগান ও দেশটির জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ব্যাংককের রাজপথে নেমে আসে।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে নিজের পছন্দমত সিনেটে সদস্য নিয়োগ দিতে চেয়েছিলেন ইংলাক। কিন্তু দেশটির সাংবিধানিক আদালত তা স্থগিত করে।

বর্তমানে দেশটিতে থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে থাকসিনের পতনের পর দেশটির সাধারণ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করেন ইংলাক।

২০১০ সালের রক্তক্ষয়ী ‘লাল শার্ট’ আন্দোলনের পর এটাই সরকারবিরোধী বিশাল বিক্ষোভ কর্মসূচি।

এর আগে থাকসিনের পদত্যাগের দাবিতে ‘লাল শার্ট’ বিদ্রোহে অন্তত ৯০ জন বিক্ষোভকারী নিহত হয়।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর