thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

পা মোটা! লাগবে অতিরিক্ত অর্থ

২০১৩ নভেম্বর ২৫ ০৩:৩১:৪৭
পা মোটা! লাগবে অতিরিক্ত অর্থ

দিরিপোর্ট ডেস্ক : পার্লারে পায়ের সৌন্দর্য বাড়াতে বা মেসেজ করতে যাওয়া মোটা নারীরা সাবধান! পা মোটা হলে গুনতে হবে অতিরিক্ত অর্থ।

যুক্তরাজ্যের লন্ডনের দক্ষিণ কিংসটনের এক বিউটি সেলুনে মোটা নারীদের পা মেসেজের জন্য অতিরিক্ত অর্থ চার্জ করেছে। এমএম বাবলস সেলুন জানায়, মোটা নারীর পা মেসেজে চিকন নারীদের তুলনায় বেশি সরঞ্জাম দরকার হয়। তাই তাদের বেশি অর্থ পরিশোধ করতে হবে।

সেলুনটিতে এখন থেকে নতুন চার্জ কার্যকর করা হয়েছে। ১২ ইঞ্চি বা তার কম মোটা পায়ের নারীদের জন্য স্বাভাবিক চার্জ পরিশোধ করতে হবে। কিন্তু ১২ থেকে ১৭ ইঞ্চি পর্যন্ত মোটা পায়ের জন্য গুনতে হবে অতিরিক্ত ৫ পাউন্ড। আর ১৮ ইঞ্চি বা তার ওপরে হলে অতিরিক্ত ১০ পাউন্ড লাগবে। এর বেশি হলে ক্রমবর্ধমান হারে চার্জ প্রযোজ্য হবে।

ডেইলি মেইলের এক খবরে এ সেলুনটির একটি বিজ্ঞাপনের কথা প্রকাশ করা হয়েছে। যেখানে তারা এই হারের তালিকা দিয়েছে।

তবে এটিকে ভালোভাবে নেয়নি স্থানীয় মোটা নারীরা। অনেক নারীই এর সমালোচনা করেছে। মোটা নারীরা সমালোচনা করলেও চিকন নারীরা এতে বেশ খুশি হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য সান।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর