thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

ভারতে ট্রেনে ৯৩ স্কুলছাত্রীকে যৌন হয়রানি

২০১৩ নভেম্বর ২৫ ০৬:২২:৪৫
ভারতে ট্রেনে ৯৩ স্কুলছাত্রীকে যৌন হয়রানি

দিরিপোর্ট ডেস্ক : ভারতে যেন সংক্রামক ব্যাধির মতো ছড়িয়ে পরেছে যৌন হয়রানিমূলক ঘটনা। দিন দিন বেড়েই চলছে নারীর ওপর যৌন আক্রমণ। এবার ভারতের পাটনায় এক ট্রেনে একসঙ্গে ৯৩ জন স্কুলছাত্রীকে যৌন হয়রানি করেছে একদল যাত্রী। খবর হিন্দুস্তান টাইমসের।

পাটনায় দুদিনব্যাপী পরিবেশগত ক্যাম্পেইন শেষ করে রবিবার ঝাড়খণ্ডে ফেরার পথে ট্রেনে যৌন হয়রানির শিকার হয় নবম শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীরা। তারা সবাই ঝাড়খণ্ডের ধানবাদ ও দিগাদিহের কার্মেল স্কুলের ছাত্রী।

পাটনা রেলওয়ে স্টেশনে গঙ্গা দামোদর এক্সপ্রেস ট্রেনে ওই স্কুলছাত্রী ও তাদের তিন শিক্ষিকার জন্য অগ্রিম টিকিট কাটা ছিল। ট্রেনটি স্টেশনে থামার পর তারা তাদের বগিতে উঠে। এ সময় তাদের সকল আসনে পুরুষ যাত্রীরা বসে ছিল।

ছাত্রীরা ওই লোকদের তাদের আসন ছেড়ে দিতে বললে তারা নিজেদের রেলওয়েতে নিয়োগ পরীক্ষার পরীক্ষার্থী বলে এ আসন তাদের বলে দাবি করে। এ সময় ছাত্রীরা এ ঘটনা উপস্থিত পুলিশকে জানালে তারা কোনো ব্যবস্থা নেয়নি। বরং ওই লোকগুলো এমনিতেই আসন ছেড়ে দেবে বলে মন্তব্য করে তারা।

ছাত্রীরা ওই বগিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেলা ১১টা ৪০ মিনিটে ট্রেনটি ছেড়ে দেয়। এরপর ওই লোকগুলো ট্রেন পরবর্তী স্টেমনে থামা পর্যন্ত টানা চার ঘণ্টা ছাত্রীদের যৌন হয়রানি ও উত্যক্ত করে। এ সময় শিক্ষিকারা তাদের বাধা দিতে চাইলে তাদেরও নিগৃহীত করে উত্যক্তকারীরা।

এ ঘটনায় সোমবার পুলিশের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন এক শিক্ষিকা।

(দিরিপোর্ট/এসকে/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর