thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

‘ইরানের পারমাণবিক চুক্তি ঐতিহাসিক ভুল’

২০১৩ নভেম্বর ২৫ ০৯:৪৪:২৩
‘ইরানের পারমাণবিক চুক্তি ঐতিহাসিক ভুল’

দিরিপোর্ট ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক চুক্তি কোনো ঐতিহাসিক বিজয় নয়, ঐতিহাসিক ভুল। রবিবার রাতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘এই চুক্তি বিশ্বকে মোটেই নিরাপদ করবে না। ২০০৫ সালে করা কোরিয়া চুক্তির মতো, এই চুক্তিও বিশ্বকে আরো ঝুঁকির মুখে ফেলবে।’

তিনি আরো বলেন, ‘কয়েক বছর ধরেই বিশ্বের বিভিন্ন দেশ ইরানের পরমাণু সমৃদ্ধকরণ বন্ধের দাবি জানিয়ে আসছিল। অথচ এখন আন্তর্জাতিক সম্প্রদায় আনুষ্ঠানিকভাবেই ইরানকে পরমাণু সমৃদ্ধকরণের অনুমোদন দিয়েছে।’

নেতানিয়াহু বলেন, ‘এই চুক্তির ফলে ইরান কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে ঘুরে দাঁড়াবে। এছাড়া কয়েক বছরের চেষ্টায় যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তা শেষ হবে।’

নেতানিয়াহুর মুখপাত্র মার্ক রেগেভ জানান, ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ইরানের নেতারা যেকোনো কঠিন সিধান্ত নিতে পিছপা হবে না।

এদিকে ওয়াশিংটন জানিয়েছে, এই চুক্তির ফলে ইরান ইসরায়েলের জন্য কম ঝুঁকির কারণ হবে।

ইসরায়েলের উদ্বেগের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার নেতানিয়াহুর সঙ্গে এই চুক্তির ব্যাপারে আলোচনা করেছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট জানান, ইরানের সঙ্গে সমঝোতার সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সম্পর্ক আগেই মতোই থাকবে বলে ওবামা জানিয়েছেন।

৩০ মিনিটের এই ফোনালাপ খুবই ‘ফলপ্রসু’ ছিল বলে জানান আর্নেস্ট।

এই ফোনালাপের ব্যাপারে হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আগেরই মতোই থাকবে বলে ওবামা ফোনালাপে বলেছেন।’

ওই বিবৃতিতে বলা হয়েছে, ফোনে ওবামা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একটাই লক্ষ্য। সেটা হলো ইরান যেন কোনোদিনই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সূত্র: সিএনএন।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর