thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৩ নভেম্বর ২৫ ১০:২৪:৫২
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

রবিবার রাত ৭টার সময় টেকেরহাট-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার কালিবাড়ী নামক স্থানে ট্রাক ও মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত তিন যাত্রী হচ্ছেন পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলাম (৩০), জালাল মিয়া (২৭) ও মোল্লাদী গ্রামের আখতার (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরগামী পল্লী বিদ্যুতের পিলারবোঝাই ট্রাকটিকে রাজৈরগামী যাত্রীবাহী মাহিন্দ্রকে ওভারটেক করার সময় ট্রাকের পেছনে ঢুকে পড়ে। এসময় ট্রাকে থাকা পল্লী বিদ্যুতের পিলার মাহিন্দ্রের মধ্যে ঢুকে যায়।

পুলিশ জানায়, এ সময় তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং সাতজন আহত হন। আহতদের ফরিদপুর এবং রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দিরিপোর্ট/ওএস/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর