thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

পরের ম্যাচেই ফিরতে চান রোনালদো

২০১৩ নভেম্বর ২৫ ১০:২৮:০৪
পরের ম্যাচেই ফিরতে চান রোনালদো

দিরিপোর্ট২৪ ডেস্ক : গালাতাসারের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেই মাঠে ফিরতে চান রিয়াল মাদ্রিদের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আলমেইরার বিপক্ষে শনিবার স্প্যানিশ লিগে ৫-০ গোলের জয়ের ম্যাচে রিয়ালের এই তারকা পেশীর ইনজুরিতে আক্রান্ত হয়েছেন।

চলতি মৌসুমে নিজের দূর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র ৩ মিনিটের মধ্যেই আলমেইরার মাঠে রিয়ালকে এগিয়ে দিয়েছেন রোনালদো। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মধ্যে পেশীর টান অনুভব করেন। ফলে ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। তার পরিবর্তে জেসে রডরিগুয়েজকে নামানো হয়েছে। তবে ম্যাচ শেষে এই ইনজুরি ততটা গুরুতর নয় বলে জানিয়েছে ক্লাবের ওয়েবসাইট। রিয়ালের ওয়েবসাইটে রোনালদো জানিয়েছেন, ‘শুধুমাত্র সাবধানতার জন্যই আমাকে করা হয়েছিল। বিষয়টি তেমন গুরুতর কিছু নয়। প্রথমার্ধে আমার পায়ে আঘাত লাগায় পেশীটা কিছুটা শক্ত হয়ে গিয়েছিল। আমি স্বাচ্ছ্যন্দ অনুভব করছিলাম না।’

মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও বলেছেন, ‘আমার মনে হয়না ইনজুরি খুব একটা গুরতর। কারণ সে পায়ে কোনো ব্যাথা অনুভব করছে না। এটা শুধুমাত্র পেশীর টান, তাই তার দ্রুত সুস্থ হয়ে উঠার আশা করছি।’

(দিরিপোর্ট/এএস/এমআই/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর