thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় কর্মবিরতি

২০১৩ নভেম্বর ২৫ ১০:৪৭:৪১
আশুলিয়ায় দুটি পোশাক কারখানায় কর্মবিরতি

সাভার সংবাদদাতা : সদ্য ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে আশুলিয়ায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

জানা গেছে, জিরাবোর কাঠগড়া এলাকার রেডিয়েন্ট পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দিয়েই ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি শুরু করেন। ওই কারখানায় প্রায় আড়াই হাজার শ্রমিক রয়েছেন। এদিকে একই দাবিতে জামগড়া রশিদ মার্কেট এরাকার এনবি নিটওয়ে পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতি করলেও শ্রমিকরা কারখানা অভ্যন্তরেই রয়েছেন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর