thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

স্ত্রীর ব্যাগে সিগারেট, তাই বিয়ে বিচ্ছেদ

২০১৩ নভেম্বর ২৫ ১০:৪৬:৫৯
স্ত্রীর ব্যাগে সিগারেট, তাই বিয়ে বিচ্ছেদ

দিরিপোর্ট ডেস্ক : স্ত্রীর ব্যাগে সিগারেট পাওয়ায় বিয়ের মাত্র তিন মাসের মাথায় বিচ্ছেদ ঘটিয়েছেন সৌদি আরবের এক ব্যক্তি।

ব্যাগে সিগারেট পাওয়ার পরই ক্ষিপ্ত হয়ে বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তি। অবশ্য তার স্ত্রীর দাবি, তিনি সিগারেট খান না। আর ওই সিগারেটও তার নয়। কিন্তু স্ত্রীর অনুনয়-বিনয় বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে টলাতে পারেনি তাকে। রবিবার গালফ নিউজ এ খবরে জানিয়েছে।

গত বছর স্বামীর ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত স্ত্রীরা বিয়ে বিচ্ছেদের আবেদন করতে পারবে বলে সৌদি আদালতে আইন জারি করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবের ছয় লাখ নারী ধূমপান করে। আর দেশটির আনুমানিক ৬০ লাখ মানুষ ধূমপায়ী। এসব ধূমপায়ীদের মধ্যে আট লাখ স্কুলের শিক্ষার্থী বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। সূত্র: এএফপি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর