thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

২০১৩ নভেম্বর ২৫ ১২:৩২:০৫
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু

দিরিপোর্ট প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে।

লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিট পর বেলা ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩১ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৫৬ পয়েন্টে অবস্থান করছে এবং এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।সোমবার এ সময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ৩১টির এবং অপরির্বতিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

অপরদিকে সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশ কোম্পানি হলো- প্যারামাউন্ট টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা, বিডি বিল্ডিং, বেঙ্গল প্লাস্টিক, যমুনা অয়েল, জেনারেশন নেক্সট, গোল্ডেন হারভেস্ট, অলিম্পিক, এনভয় টেক্সটাইল ও ইউসিবিএল।
অন্যদিকে, গতকাল রোববার ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে।

(দিরিপোর্ট/এএস/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর