thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে

২০১৩ নভেম্বর ২৫ ১৩:২৩:৫৩
থাইল্যান্ডে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে

দিরিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় দিনে পৌঁছেছে।

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্যদের নেতৃত্বাধীন বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সোমবার প্রাদেশিক সরকারের কার্যালয়, সেনাঘাঁটি ও টেলিভিশন স্টেশনগুলো ঘেরাও করা হবে বলে ব্যাংকক পোস্টের প্রতিবেদনে জানা গেছে।

সরকারের পদত্যাগের দাবিতে রবিবার প্রায় এক লাখ মানুষ বিক্ষোভ করেছে। অন্যদিকে, সরকার সমর্থক ৪০ হাজার মানুষ রবিবার রাজধানী ব্যাংককে সমাবেশ করেছে।

বিতর্কিত অ্যামনেস্টি বিল নিয়ে এই বিক্ষোভ শুরু হয়। ওই অ্যামনেস্টি বিল অনুয়ায়ী দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার ভাই থাকসিন সিনাওয়াত্রাকে দেশে ফিরে দুর্নীতির মামলায় সাজা ভোগ করতে হবে না।

ওই বিলটি থাই সিনেটে পাশ না হলেও প্রস্তাবিত বিলটি নিয়ে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে।

২০০৬ সালে সেনা অভ্যুত্থনের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রার ক্ষমতাচ্যুতির পর দেশটির রাজনীতিতে বিভাজন দেখা দিয়েছে। ২০০৮ সালে থাকসিনের বিরোধীরা ব্যাংকক বিমানবন্দরে তাকে অবরুদ্ধ করে রাখে। ২০১০ সালে তার সমর্থকরা দুই মাসব্যাপী বিক্ষোভ করে পুরো ব্যাংকক শহর অচল করে দেয়।

সামরিক হস্তক্ষেপের মাধ্যমে এই বিক্ষোভ শেষ হয়। দুই মাসব্যাপী অবস্থান বিক্ষোভে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

থাকসিনের বোন ইংলাক ক্ষমতায় আসার পর দেশটির রাজনীতিতে স্থিরতা আসে। তবে বিরোধী দলের অভিযোগ ইংলাক তার ভাইয়ের পুতুল হয়ে দেশ চালাচ্ছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর