thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পিরোজপুরে আগুনে ৯ দোকান ভস্মীভূত

২০১৩ নভেম্বর ২৫ ১৩:৪৯:৩১
পিরোজপুরে আগুনে ৯ দোকান ভস্মীভূত

পিরোজপুর সংবাদদাতা : পিরোজপুরের ভাণ্ডরিয়ার হক মার্কেটে আগুনে ৯টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধকোটি টাকার।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার ভোর সোয়া ৪টার দিকে ভাণ্ডারিয়া বন্দরের হক মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। পরে পিরোজপুর ও কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৮টি কাপড় ও ১টি কসমেটিকের দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭র লাখ টাকা ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান। তবে ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস জানায়, ক্ষতির পরিমাণ ৪৯ লাখ টাকা।

(দিরিপোর্ট/এফআইবি/এপি/এএস/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর