thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৪ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

আ.লীগ লুকোচুরি করেনি : নাসিম

২০১৩ নভেম্বর ২৫ ১৩:৫৭:০৫
আ.লীগ লুকোচুরি করেনি : নাসিম

দিরিপোর্ট প্রতিবেদক : প্রধান দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ে সংলাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মো. নাসিম বলেছেন, আওয়ামী লীগ কোনো কিছুতে লুকোচুরি করে না।

আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির অফিসে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে বেলা ১২টায় সাংবাদিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে বিরোধী দলীয় নেত্রী হরতালের অজুহাতে একবার সংলাপ প্রত্যাখ্যান করেছেন। আবারো নানা ইস্যুতে সময়ক্ষেপণ করে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায় এবং নিজেদের দায় এড়াতে চায়।’

সাংবাদিক সম্মেলনে ১৪ দলের পক্ষ থেকে নির্বাচনের ইশতেহার ঘোষণার দাবি জানানো হয়। তারা জানান, দেশে নির্বাচনী আমেজ বিরাজ করছে। সাধারণ মানুষ নির্বাচনের অপেক্ষায় উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশনকে ইশতেহার ঘোষণার মাধ্যমে জনগণের প্রত্যাশার পূরনের দাবি জানানো হয়।

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজয়ের মাস প্রায় আগত। এই মাসেই রায় কার্যকরের উপযুক্ত সময়।’ ছাত্রদলের এক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় নাসিম বলেন, ‘তিনি ছাত্রদলকে শুধু গাড়ি না ভেঙ্গে আরো কিছু করার আহ্বান জানিয়েছিলেন। এর মাধ্যমে প্রমাণ হয় যে, হরতালে অগ্নি সংযোগ, ভাংচুরের মাধ্যমে মানুষ হত্যার দায় বিএনপি নেতৃত্বের।’

আগামী নির্বাচন উপলক্ষ্যে ১৪ দলের ঐক্যবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজকের বৈঠকে আগামী নির্বাচনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে।’

বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘এদেশে ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন হবে না। জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন না করে নির্বাচনের ট্রেনে উঠে গণতন্ত্রের পথকে সুগম করুন।’

(দিরিপোর্ট/এসকে/এমসি/জেএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর