thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

ম্যানইউর ড্র, ম্যানসিটির জয়

২০১৩ নভেম্বর ২৫ ১৫:৪৬:১২
ম্যানইউর ড্র, ম্যানসিটির জয়

দিরিপোর্ট ডেস্ক : ম্যানচেস্টার সিটির গোলউৎসবের দিনে পয়েন্ট খুইয়েছে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানসিটি ৬-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। ম্যানইউ ২-২ ব্যবধানে ড্র করেছে কার্ডিফ সিটির সঙ্গে।

ইতিহাদ স্টেডিয়ামে বলতে গেলে দর্শক হিসেবে খেলেছে টটেনহ্যাম। দুই অর্ধ মিলে ৬টি গোল হজম করলেও ব্যবধান কমাতে পারেনি।

সফরকারীদের জালে ২ বার বল পাঠিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো ও স্পেনের মিডফিল্ডার জেসাস নাভাস। একটি গোল করেন নেগ্রেদো।বাকি গোলটি আত্মঘাতী।

এদিকে পয়েন্ট ভাগভাগি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। খেলার ১৫ মিনিটে ওয়েন রুনির গোলে ম্যানইউ এগিয়ে থাকলেও পারেনি কার্ডিফের সঙ্গে। ৩৩ মিনিটে সমতায় ফেরে তারা। বিরতিতে যাওয়ার আগে আবারও ব্যবধান ২-১ করে ম্যানইউ। গোল করেন ইভরা।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা হলেও গোল পায়নি রেডডেভিলসরা। খেলার শেষ মুহূর্তে গোল করে ম্যানইউর পয়েন্টে ভাগ বসায় কার্ডিফ। ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্সেনাল। আর ম্যানসিটির ২২ (চতুর্থ) ও ম্যানইউর সংগ্রহ ২১ (ষষ্ঠ)।

(দিরিপোর্ট/সিজি/এমআই/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর