thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

হাজিরা দিতে এসে জেলহাজতে

২০১৩ নভেম্বর ২৫ ১৫:৫০:৫৭
হাজিরা দিতে এসে জেলহাজতে

কুমিল্লা সংবাদদাতা : জেলার চৌদ্দগ্রামে দোকান ভাঙচুর মামলায় আদালতে হাজিরা দিতে এসে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১৭ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

কুমিল্লার তৃতীয় যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক মো. ফারুক আহমদ সোমবার সকাল ১১টায় এ নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা বাজারে ২০০১ সালে একটি দোকান ভাঙচুর করে আসামিরা। দোকানের মালিক আহসান উল্লাহ বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ১৭ জনকে আসামি করে ভাঙচুর ও লুটপাটের মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বাতিসা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহিদ হোসেন টিপু, লুদিয়ার গ্রামের জাকির হোসেন, আবুল হাসেম, হারিস, বাবুল, কাজী টিপু, আবদুল মুনাফ, জাহিদুল হক, রাশেদ, হেলাল ও সনপুর গ্রামের আলী। বাকিদের নাম জানা যায়নি।

আদালত সূত্র জানায়, সোমবার সকালে মামলার অভিযুক্তরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মামলা প্রত্যাহারের আদেশ নিয়ে আদালতে হাজিরা দিতে যায়। বিচারক মো. ফারুক আহমদ প্রত্যাহারের আদেশ নামঞ্জুর করে আদালত অবমাননা ও পলাতক থাকার দায়ে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

(দিরিপোর্ট/জেপি/এমএইচও/এএস/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর