thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

যুক্তরাষ্ট্রে মাদকের আখড়ায় গোলাগুলি, নিহত ৪

২০১৩ নভেম্বর ২৫ ১৬:৫০:১৭
যুক্তরাষ্ট্রে মাদকের আখড়ায় গোলাগুলি, নিহত ৪

দিরিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রে মাদকের আখড়া হিসেবে পরিচিত একটি বাড়িতে গোলাগুলিতে চারজন নিহত ও একজন আহত হয়েছে।

ওকলাহোমার অঙ্গরাজ্যের তুলসা শহরে শনিবার স্থায়ীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তুলসা পুলিশ সার্জেন্ট ডেভ ওয়াকার এক বিবৃতিতে জানিয়েছেন নিহতদের মধ্যে তিনজন নারী। নিহত নারীদের বয়স যথাক্রমে ৩৫, ৪৬ ও ৫৪ বছর ও পুরুষটির বয়স ৩৪ বছর বলে জানিয়েছেন তিনি।

তবে আহত ব্যক্তির বয়স, লিঙ্গ ও শারীরিক অবস্থার ব্যাপারে কিছু জানাননি তিনি।

তদন্তকারীদের ধারণা, বাড়িটিতে মেথাফেটামিন বিক্রি করা হতো এবং সেখানেই তা ব্যবহার করা হতো। তবে সম্প্রতি সেখানে এই কর্মকাণ্ড শুরু হয়েছে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

পুলিশ এ হত্যাকাণ্ডকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে না বলে ওয়াকার জানান। ডাকাতির উদ্দেশে এ হত্যাকাণ্ড ঘটানো হয়নি বলেও ধারণা করছে পুলিশ।

বাড়ির একটি কক্ষেই সবাইকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। একজন বন্দুকধারীই সবাইকে গুলি করে বলে ধারণা করছে পুলিশ।

এ ঘটনায় পুলিশ রবিবার পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি। সূত্র : রয়টার্স

(দিরিপোর্ট/কেএন/এইচএসএম/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর