thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২০ জমাদিউল আউয়াল 1446

সভা-সমাবেশে নিষেধাজ্ঞা যৌক্তিক:টুকু

২০১৩ অক্টোবর ২০ ১৪:৩৯:৫৫
সভা-সমাবেশে নিষেধাজ্ঞা যৌক্তিক:টুকু
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ‘যৌক্তিকভাবেই’ রাজধানীতে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে রবিবার দুপুরে তিনি বলেন, ‘রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করছে বিরোধী দল। তাই পুলিশ জানমালের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।’

এই নিষেধাজ্ঞা স্থায়ী নয় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশ প্রেক্ষাপট বিবেচনা করে পুলিশ যদি মনে করে পরিস্থিতি স্বাভাবিক, তবে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।’

গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের সিদ্ধান্ত কীভাবে যৌক্তিক হয়- জানতে চাইলে টুকু বলেন, ‘আপনাদের মনে আছে, বিএনপি নেত্রী দেশ অচল করে দেবেন; ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের নতুন করে বিচার করা হবে এবং তার নেতারা দা-কুড়াল এগুলো নিয়ে এসে সরকার পতনের হুমকি দিচ্ছেন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে আইন-শৃঙ্খলা বাহিনীর নৈতিক দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া।’

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষকে শান্তিতে রাখা রাজনীতিবিদদের দায়িত্ব। তাই দা-কুড়ালের বক্তব্য সমীচীন নয়।’

তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলনরত বিএনপি ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দেওয়ার পর বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকা নেতাকর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তুত থাকতে বলেন। এরপর আওয়ামী লীগও ওইদিন মাঠে থাকার ঘোষণা দেয়।

এই প্রেক্ষাপটে রবিবার সকাল থেকে রাজধানীতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করে মহানগর পুলিশ।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেছিলেন সমাবেশ করতে না দিলে দা-খুন্তি নিয়ে আসবেন; কোনো রাজনীতিবিদের মুখে এ ধরনের ভাষা আসা উচিত নয় ‘

২০০৬ সালে আওয়ামী লীগের লগি-বৈঠা কর্মসূচির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে টুকু বলেন, ‘লগি-বৈঠা আমাদের নৌকায় থাকে। ধানের শীষে তো দা-খুন্তি এসব থাকে না।’

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর