thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বাস্তবায়নের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

২০১৩ নভেম্বর ২৫ ১৮:০২:১৪
জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র বাস্তবায়নের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

দিরিপোর্ট প্রতিবেদক : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র’ বাস্তবায়নের নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বরাবর পাঠানো এক চিঠিতে সোমবার এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে এ নির্দেশনা বাস্তবায়ন তদারকি করতে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে প্রধান করে একটি কমিটি গঠনের কথাও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘জাতীয় শুদ্ধাচার কৌশলপত্র’প্রণয়নের উদ্দেশ্য সম্পর্কে চিঠিতে বলা হয়েছে, সুখী-সমৃদ্ধ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানসমূহ ও সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা করাই এর লক্ষ্য। বাংলাদেশ ব্যাংকসহ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন সব দফতর/সংস্থায় এ কৌশলপত্রটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছে সরকার ।

(দিরিপোর্ট/এএইচ/এনডিএস/নভেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর