thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পুলিশি নির্যাতনে আসামির মৃত্যু

২০১৩ নভেম্বর ২৫ ১৮:০৮:০৩
পুলিশি নির্যাতনে আসামির মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা : জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামে মামলার আসামি আতিয়ার রহমান (৫৭) পুলিশের নির্যাতনে মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পুলিশ তার বাড়িঘরও ভাঙচুর করে।

তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, আতিয়ার রহমান হার্ট অ্যাটাকে মারা গেছেন।

রবিবার রাত ১০টায় এ ঘটনার পর পুলিশ আকবার আলী, জাবেদ আলী, সাজ্জাদ হোসেন, মোহম্মদ আলী সরদার, আইউব আলী সরদার, তৈয়ুবুর রহমান ও হাফিজুল সরদারকে আটক করে।

উল্লেখ্য রবিবার বিকেলে গোয়ালডাঙ্গায় স্থানীয় যুবলীগ নেতা আসাদুল ইসলাম ফকিরের ‍উপর জামায়াত-বিএনপিকর্মীরা হামলা চালায়। এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা দায়ের করা হয়।

এই মামলার আসামি ধরতে ওই রাতে পুলিশ সেখানে যায়।

সাতক্ষীরা পুলিশ সুপার মোল্লা জাহাঙ্গীর হোসেন বাড়ি ভাঙচুরের বিষয়টি অস্বীকার করে বলেন, পুলিশের নির্যাতনে আতিয়ার রহমানের মৃত্যু হয়নি। তিনি ভয়ে হার্ট অ্যাটাকে মারা গেছ্নে।

(দিরিপোর্ট/এফএস/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর