thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

যুক্তরাজ্যে জেবক্স ওয়ান বিক্রি শুরু

২০১৩ নভেম্বর ২৫ ১৮:০৬:৪০
যুক্তরাজ্যে জেবক্স ওয়ান বিক্রি শুরু

দিরিপোর্ট ডেস্ক: যুক্তরাজ্যসহ বিশ্বের ১৩টি দেশে মাইক্রোসফটের জেবক্স ওয়ান গেমসের বিক্রি শুরু হয়েছে। গেমস প্রেমীরা যাতে এটি কিনতে সেজন্য যুক্তরাজ্যে মধ্যরাত পর্যন্ত দোকান খোলা ছিল। যুক্তরাজ্য জুড়ে প্রায় ৩০০টি গেমসের দোকান এবং টেসকোর ১০০টি দোকানে গেমসটি পাওয়া যাচ্ছে।

এর আগে লন্ডন, নিউ ইয়র্ক এবং লস এঞ্জেলসে জেবক্সের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করে মাইক্রোসফট। জেবক্স সিরিজের সর্বশেষ ভার্সন হচ্ছে এই জেবক্স ওয়ান। এর আগের ভার্সনটি ছিল জেবক্স ৩৬০।

এদিকে এক সপ্তাহে আগে মার্কিন যুক্তরাষ্ট্রে সনির প্লেস্টেশন ৪ মুক্তি পায়। তবে জেবক্স ওয়ানের আগে প্লেস্টেশন ৪ মুক্তি পেলেও এটির বিক্রি আপাতত শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকছে। আর আসছে ২৯শে নভেম্বরের আগে ইউরোপে গেমসটির মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই।

তবে গেমস দুটি খেলতে হলে এশিয়ার দেশগুলোর গেমসপ্রেমীদের আরও অপেক্ষা করতে হবে। কারণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এই গেমস দুটি পাওয়া যাবে জাপানে, তবে সেটাও ২০১৪ সাল থেকে।

এখন সামনে বড়দিনে এই দুই গেমসের লড়াইয়ে কে জেতে সেটাই দেখার বিষয়।

(দিরিপোর্ট/আদসি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর