thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

২০১৩ নভেম্বর ২৫ ১৮:৩৮:৩৭
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২০

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলের কাশিমপুরে সোমবার শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা শিল্প পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাশিমপুরের আলিম সোয়েটারের শ্রমিকরা বেলা ৩টার দিকে কোনো কারণ ছাড়াই গার্মেন্টস থেকে দলে দলে নিচে নেমে আসে। এরপর তারা রাস্তায় মিছিল করে ব্যাপক ভাঙচুর চালায়। এদের সঙ্গে মণ্ডল গ্রুপের মনটেক গার্মেন্টের শ্রমিকরা যোগ দেয়।

সুত্র জানায়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে। এ সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। বেলা সাড়ে ৩টার দিকে কয়েকজন শ্রমিক শিল্প পুলিশের ব্যবহৃত একটি ভ্যানে অগ্নিসংযোগ করে।

এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কাশিমপুরের চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম শিল্প পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

(দিরিপোর্ট/এমএমএফ/এনডিএস/নভেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর